ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

‘ইফ আই ডোন্ট কাম ব্যাক, প্লিজ ফরগিভ মি’ যে কারণে বলেছেন ড. ইউনূস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ২৫ জানুয়ারি ২০২৫

সম্প্রতি সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) এর বার্ষিক সভায় যোগ দিতে দাভোসে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা  শহরে ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি বিভিন্ন সংস্থার প্রধান ও ব্যবসায়ীদের সাথে আলোচনা করেন। 

এই বৈঠকগুলোর একতটি বৈঠকের কথাকে কেটে সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ায়। তাতে সারাদেশে আলোচনার ঝড় ওঠে। 

জানা গেছে, ‘ইফ আই ডোন্ট কাম ব্যাক, প্লিজ ফরগিভ মি’-বলে ড. ইউনূস একটি বক্তব্য দেন। সেই ভিডিওটি ও কথাটিকে কোড করে গতকাল শুক্রবার সকাল থেকে নেট দুনিয়ায় ভাইরাল হয়। অনেকেই ভিডিওর ক্যাপশনে লিখেন, ড. ইউনূস আর দেশে ফিরছেন না।  

তবে বিষয়টি পুরোপুরি গুজব বলে জানা গেছে। 

প্রকৃতপক্ষে, এটি ড. ইউনূসের নিজস্ব মন্তব্য ছিলো না। সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) এর বার্ষিক সভায় বিভিন্ন সংস্থার প্রধান ও ব্যবসায়ীদের সাথে আলোচনায় জুলাই বিপ্লবসহ তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয়ে কথা বলেন।

এ সময় জুলাই বিপ্লবে ১২ বছর শিশু তার মাকে চিঠি লিখে আন্দোলনে যাওয়ার ঘটনা 'কোট' করে সবার কাছে তিনি বলেন। "ইফ আই ডোন্ট কাম ব্যাক, প্লিজ ফরগিভ মি"। কথাটি একজন শিশু শহীদ আন্দোলনে যাওয়ার আগে তার মাকে চিঠিতে লিখে গিয়েছিলো। 

শিশু শহীদ আরো লিখেছিলো চিঠিতে, স্বার্থপরের মত আমি বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যতের জন্য জীবন দিচ্ছে, তাহলে আমি কেন বসে থাকবো। মৃত্যুর ভয় করে স্বার্থপরের মত বাসায় বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু শ্রেষ্ঠ। যে অন্যের জন্য জীবন বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। 

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি